নিউজ ডেস্ক: আবারও করোনা আতঙ্ক চোখ রাঙাচ্ছে দেশে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে নির্দেশ জারি করছে। এই বিষয়ে ইউনিভার্সাল নিউজকে মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস বলেন এখনও ভারতবর্ষে সবে করোনা শুরু হয়েছে। আমি এখনও ভারতবর্ষে কোনও উদ্বেগ দেখতে পাচ্ছি না। এই মুহুর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে না, এটা আমার অবর্জারভেশন। কিন্তু সাবধনতার মার নেই। সতর্কতা অবলম্বন তো করতেই হবে। গাইডলাইন্সের বিষয়ে যা যা বলা হয়েছে সেগুলো মানতে হবে। আবার নতুন করে করোনা যখন আসছে তখন জনসমাগম না করাই ভালো। কভিড বিভিন্ন রূপে থাকবে। কোভিড যেতে অনেক দিন সময় লাগবে। ভারতবর্ষে এই সময় ভয় পাওয়ার মতো কিছু নেই। উদ্বোগজনক পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
একদিকে আবার নতুন করে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে দেশে। অন্যদিকে বড়দিন, গঙ্গাসাগর মেলা, ইংরেজি নববর্ষ এবং পৌষমেলা রয়েছে। এতে বিপুল জনসমাগম হবে। এই প্রসঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, প্রশাসনকে পরিস্থিতিটা বুঝতে হবে। আমরা যদি আগাম সতর্কতা নিতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সুবিধা পাবো। প্রশাসনকে তীক্ষ্ণ নজরদারি চালাতে হবে। কিছু নির্দিষ্ট জায়গায় অস্বাভাবিক ভিড় হয়, সেটা বড় দিন হোক, বর্ষ বরণ হোক বা পৌষমেলা সবকিছু মিলিয়ে প্রশাসন যদি তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। তাহলেই আমরা পজেটিভ রেজাল্ট পাব।
Leave a Reply