রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার বৈঠক করেন জিটিএ প্রধান অনিত থাপা

নিউজ ডেস্ক: বুধবার বিধানসভায় রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটিএ প্রধান অনিত থাপা বৈঠক করেন। জানা গেছে, বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের পর জিটিএ প্রধানের সঙ্গে বৈঠকের জন্য সময় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় একটি কক্ষে অনিত থাপার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। বৈঠকে ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, জিটিএ প্রধানের সঙ্গে এদিন বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা ও কাজ নিয়ে আলোচনা হয়।

বুধবার এই বৈঠকের আগে জিটিএ-র প্রধান অনিত থাপা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিবের সঙ্গেও। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জিটিএ-এর আওতায় কার্যকর হয় তা নিয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছেন অনিত থাপা।

উল্লেখ্য চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ তারিখে পাহাড়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা তাঁর। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১১ সালের ১৮ জুলাই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা এই চুক্তিতে সই করেছিল। সেই জিটিএ বোর্ডের প্রধান বর্তমানে অনিত থাপা।