ইউ এন লাইভ নিউজ: কানাঘুষো শোনা যাচ্ছিলো যে আইপিএল চলাকালীন নাকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগরকর এবং দলের মূল প্লেয়ার বিরাট কোহলির-র মধ্যে নাকি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কোন কোন খেলোয়াড়দের আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসন্ন টি২০ বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর আসে। পাশাপাশি সেই বৈঠকে নাকি দলে বিরাট কোহলির ভূমিকা কি, হার্দিক পান্ডিয়া আইপিএলে বোলিংয়ে আরও উন্নতি করলে তবেই নাকি টি২০ বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাবেন, এই নিয়েও আলোচনা হয়েছে বলে গুজব রটেছিল। কিন্তু সেই সমস্ত কিছুকেই ‘ভুয়ো’ বলে জানালেন রোহিত।
অস্ট্রেলীয় এবং ইংলিশ ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভন-র সাথে ১৮ এপ্রিল ইউটিউবে প্রকাশ পাওয়া একটি পডকাস্টে রোহিত শর্মা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এরকম কোনো বৈঠক-এ তাঁরা অংশ নেন নি। তিনি আরও জানান যে রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ছেলের খেলা দেখছেন, অজিত আগরকর দুবাইতে গল্ফ খেলার জন্য রয়েছেন। বিরাট এবং তিনি আইপিএলে নিজেদের দল নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই এই মুহূর্তে তাঁদের মধ্যে কোনো মিটিং হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সময়ে তাঁদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানানো না হলে সেই খবর যেন ছড়ানো না হয় ।
রোহিতকে ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তনের ব্যাপারে পডকাস্টে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ধোনিকে নিজের অবসর প্রত্যাহার করার জন্য রাজি করা খুব মুশকিল। ধোনিও হয়তো টি২০ বিশ্বকাপ চলাকালীন আমেরিকাতেই থাকবেন, তবে তাঁর গল্ফের শখের জন্য।
Leave a Reply