আগামী সপ্তাহে কলকাতায় কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে ফের রাজ্যে আসছেন আর এই বিজেপি বিরোধী দলনেতা।

বিরোধী ঐক্যে শান দিতে আগামী সপ্তাহে কলকাতায় আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, বিরোধী স্ট্র্যাটেজি নিয়ে কথার পাশাপাশি কেন্দ্রীয় বিলের বিরোধিতায় তৃণমূল নেত্রীর সমর্থন চাইতে পারেন কেজরিওয়াল। সম্ভবত, দিল্লির মুখ্যমন্ত্রী কলকাতায় আসবেন আগামী মঙ্গলবার। বুধবার মমতার সঙ্গে দেখা করবেন তিনি।

একান্তে বৈঠক হতে পারে দুই দলের সুপ্রিমোর। সম্প্রতি কেন্দ্র বিশেষ অর্ডিন্যান্স জারি করে দিল্লি সরকারের হাত থেকে বিশেষ ক্ষমতা কেড়ে নিয়েছে। আগামী সংসদ অধিবেশনে সেই বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কেজরিওয়াল জানিয়েছেন, বিল পাশের বিরূদ্ধে দেশের সমস্ত বিরোধী দলকে একজোট করতে। পাশাপশি, চব্বিশের লোকসভা ভোটের আগে স্ট্র্যাটেজি নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসে বেশ কিছু বিজেপি বিরোধী দল নেতা রাজ্যে এসেছেন মমতার সঙ্গে দেখা করতে। এবারে কেজরিওয়ালের আগমনকে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

About Somnath Adak

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *