তৃণমূলের হাত ছাড়া মেঘালয়, ৫ আসনেই থেমে গেল ঘাসফুলের বিজয় রথ

নিউজ ডেস্ক: মেঘালয়কে পাখির চোখ করেছিল তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ জন বিধায়ককে নিয়ে মেঘালয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল তৃণমূল কংগ্রেস। পেয়েছিল প্রধান বিরোধী দলের মর্যাদাও। ওই রাজ্যের তৃণমূল নেতারা আশা করেছিল, মেঘলয়ে সরকার তৈরি করবে তৃণমূল। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে প্রায় এক দশক বাদে উত্তর-পূর্বাঞ্চলের আর একটি রাজ্যে ভালো ফল করেছিল তৃণমূল। ২০১২ সালে মণিপুর বিধানসভা নির্বাচনে ১৭ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবার ৭টি আসনে জিতেছিল। মেঘালয় বিধানসভার নির্বাচনের ফলাফল মণিপুরের সেই রেকর্ড ভাঙতে পারছে না।

মেঘালয়ে ৬০ আসনের বিধানসভায় ৫৬টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তাতে ১৩.৭ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। মেঘালয়ের ৫টি বিধানসভা তৃণমূলের দখলে আসতে চলেছে। ২০১৮-র বিধানসভা ভোটে মেঘালয়ে মাত্র ০.৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেদিক থেকে দেখতে গেলে মেঘালয় নিয়ে আশাহত হতেই পারে তৃণমূল।