ইউ এন লাইভ নিউজ: ভারতীয় ফুটবলে ইতিহাস গড়লেন মেঘালয়ের রিয়োলাং। ভারত যোগ্যতাঅর্জন করতে না পারলেও, মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে রেফারি প্যানেলে যুক্ত হলেন তিনি। মেঘালয়ের পুলিশ বিভাগে কাজ করেন রিয়োলাং ধর। ফুটবল খেলা ছাড়ার পর ২০০৯ সাল থেকে রেফারিংয়ের সঙ্গে যুক্ত তিনি। বিশ্বকাপে সহকারী রেফারির দায়িত্বে এবার তাঁকে দেখা যাবে। তিনি অবশ্য প্রথম নন। এর আগে উভেনা ফার্নান্ডেজ ২০১৬ সালে ভারত থেকে প্রথম মহিলা সহকারী রেফারি হিসেবে বিশ্বকাপে দায়িত্ব সামলেছেন। ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে
সহকারী কোচের দায়িত্বে এ বার এক ভারতীয় মহিলা। দেশের দ্বিতীয় মহিলা রেফারি হিসেবে এই কীর্তি গড়তে চলেছেন রিয়োলাং। ডমিনিকান রিপাবলিকে হতে চলা ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নামবেন তিনি। মেঘালয়ের ৩৪ বছরের মেয়ে রিয়োলাং ধর এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ফিফার প্রত্যাশা পূরণের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে এটাও মনে রাখতে হবে যে, সেখানে আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। ভারতের পতাকা উচুতে তোলার জন্য আমি সব রকম চেষ্টা করব।’
Leave a Reply