Loksabha Election 2024: ষষ্ঠ দফার ভোটের দিন কারচুপি এবং এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগে ধর্নায় মেহবুবা মুফতি

ইউ এন লাইভ নিউজ: শনিবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৮টি আসনের পাশাওয়া দেশের ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হল। ভোটগ্রহণ চলল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রেও৷ এদিন বিভিন্ন বুথের বাইরে ভিড় জমান এই কেন্দ্রের ভোটাররা৷ ভোটকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো৷ ভোটদানের ছবি ও ভিডিও বিশেষভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও৷ এই কেন্দ্র থেকেই এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিপল’স ডেমোক্রাটিক পার্টি’ (পিডিপি)-র মেহবুবা মুফতি৷ তাঁর বিরুদ্ধে এখানে প্রার্থী জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মিঞাঁ আলতাফ আহমেদ।

তবে সময়ের সঙ্গে সঙ্গেই এজেন্ট ধরপাকড় ঘিরে উত্তেজনা দেখা যায় এলাকায়৷ পুলিশের বিরুদ্ধে তাঁর দল পিডিপি-র এজেন্টদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তোলেন মুফতি৷ এই নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে করে বিক্ষোভ অবস্থানেও বসতে দেখা যায় মুফতিকে।

মুফতির অভিযোগ, ‘‘কোনও কারণ ছাড়াই পিডিপি কর্মীদের থানায় আটকে রাখা হচ্ছে। ডিজি, এলজি-সহ উপর থেকে নীচ পর্যন্ত সব আধিকারিকরাই এতে জড়িত। তাঁরা পিডিপি-র পোলিং এজেন্টদের থানায় তালাবন্ধ করে রেখে দিয়েছেন। আপনারা বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু আপনারাই এই সব করছেন। বিভিন্ন জায়গা থেকে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ আসছে৷’’ এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছেন মেহবুবা মুফতি।