দীপঙ্কর গুহ:
তিনি লিওনেল মেসি। বিশ্ব বন্দিত ফুটবল তারকা। তিনি হয়তো তাঁর শেষ বিশ্বকাপ ফুটবল এবার খেলতে নামছেন। তিনি তো চাইবেন, তাঁর দল আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ। হয়তো মনে – প্রাণে তাই চান। কিন্তু মুখে এ কী বললেন! আর্জেন্টিনা নাকি বিশ্বকাপের খেতাব জয়ের ফেভারিট দল নয়। বরঞ্চ তিনি ইংল্যান্ডকে এগিয়ে রেখেছেন। সঙ্গে আরও ৩ টি দল!
আর্জেন্টিনাকে শেষ হাসি হাসতে গেলে, ইংল্যান্ড তো বটেই, আরও ৩ টি দলকে হারাতে হবে – এটাই বলেছেন এল এম টেন।
মেসি মনে করেন ইংল্যান্ড সকলের চেয়ে এগিয়ে ট্রফি জয়ের দৌড়ে। আর্জেন্টিনার চেয়েও এগিয়ে।
পি এস জি তারকা ফুটবলারটি দেশের হয়ে খেলে ট্রফি জয়ের স্বাদ পেয়েছে গত বছরই। নেতা মেসি জিতেছেন কোপা আমেরিকা। সেই তিনি মনে করেন কাতারে খেতাব জয়ের বড় দাবিদার হয়ে আরও তিনটি দল যাচ্ছে। আর্জেন্টিনা সেই ২০১৯ সাল থেকে এখনও অপরাজিত। ৩৫ টি ম্যাচ খেলে ফেলেছে, একটিতেও হারেনি।
এই সাফল্যের পরেও স্পেনের ম্যানেজার লুইস এনরিক যখন বলেছেন, এবারের কাপ জেতার ফেভারিট দল আর্জেন্টিনা – তাতে একমত নন মেসি। লিও মেসি কি নিজেদের লো প্রোফাইলে রেখে শুরু করতে চাইছেন? যাতে পর্বত প্রমাণ চাপ নিয়ে শুরু থেকে মাঠে নামতে না হয়!
কনমেবলকে ( CONMEBOL) দেওয়া এক সাক্ষাৎকারে মেসি এসব বলার ফাঁকে বলেছেন, ” খেতাব জয়ের দাবিদার ঘুরে ফিরে সেই একই সব নাম। তারপরও কিছু অঘটন ঘটে। কিন্তু বড় দলগুলো এগুতে থাকে।
আর্জেন্টিনা ছাড়া তাহলে আর কে কে ? মেসির তালিকায় – ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড। আর বাকিদের মধ্যে যে কেউ চমকে দিতে পারে।
কাতারে আর্জেন্টিনাকে সকলের নজর কেড়ে এগুতে হলে মেসিকে মাঠে আর মাঠের বাইরে অনেক স্কিল দেখাতে হবে। গত বছর, কোপা আমেরিকাতে মেসি নিজে মোট ৭ টি ম্যাচে নিজে ৪ টি গোল করেছিলেন। সতীর্থ দের দিয়ে গোল করিয়েছিলেন ৫ টি। তাই তো দল সফল হয়েছিল।
শুধু কি তাই, অ্যাঞ্জেল ডি মারিয়া পরে বলেছিলেন, ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে মেসি কী করেছিলেন। তিনি নাকি এমনসব মোটিভেশনাল কথাবার্তা বলেছিলেন – তাতে দলের সকলের বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ শুরু করেছিল। নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছিলেন সকলে।
আর মেসি নিজে এখন কেমন ছন্দে? দেশের হয়ে শেষ তিনটি ম্যাচ খেলতে নেমে লিও ৯ টি গোল করে নিয়েছেন। এই ছন্দই তো সারা বিশ্ব দেখতে চায়। এখন শুধু বল গড়ানোর অপেক্ষা। বুধবার আরব আমির শাহির বিপক্ষে ৯৯৬ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। মেসি জানেন এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু তার মত তারকার কাছে, ম্যাচ মানেই বল পায়ে নিয়ে বলকে কথা বলানো।
Leave a Reply