FIFA World Cup 2022: মেসিকে চাপমুক্ত রাখার কৌশল সাজিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের রেজাল্ট কী হতে পারে? প্রশ্নটা করা হয়েছিল আর্জেন্টিনার কোচ স্কালোনিকে। কী বললেন তিনি? ‘ওই ম্যাচে কী হবে, সেটা আমি বলতে পারব না। আমি এখানে এসেছি আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচের কথা বলতে।’ সংবাদ সম্মেলনে এভাবেই এড়িয়ে গেছেন লাতিন আমেরিকার আরেক দলের সম্ভাবনা প্রসঙ্গ। প্রতিপক্ষের ‘টোটাল ফুটবল’ ফান্ডা মাথায় রেখে বলে দিয়েছেন, তাঁর দল তৈরি।

এই বিশ্বকাপে এখনও অপরাজিত ডাচরা। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাঁর দল প্রস্তুত। তিনি বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালের আটটি দলই বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। এই রাউন্ডে এসে কে ফেভারিট- সেটা নিয়ে ভাবাই বোকামি। নেদারল্যান্ডস চাইবে, আমাদের আক্রমণভাগকে রুখে দিয়ে – আমাদের ডিফেন্স ভাঙতে। তাদের সেই শক্তি আছে । কিন্তু আমরাও তৈরি।’

https://twitter.com/youtube50340257/status/1600840389602283527?t=yivVL12qoAVAmhtr349SlQ&s=19

লা লিগায় বার্সেলোনার হয়ে খেলা নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি জং, ডিফেন্ডার ভার্জিন ফন ডাইক, জুরিন টিম্বারের মতো ম্যাচ উইনার ফুটবলার আছেন। এঁরা জানেন মেসিকে। তাই তাঁরা বিশেষ নজর দেবে মেসির দিকে। মার্কার লাগানো হতে পারে। ‘মেসিকে প্রতি ম্যাচেই প্রতিপক্ষ মার্ক করে রাখে। ওকে খেলার জমি দিলে বিপদ – সেটা গোটা বিশ্ব জানে। তবে আমরাও তৈরি। আমরা সেভাবে কৌশল সাজাব, যাতে মেসির ম্যান মার্কিং ভাঙতে সমস্যা না হয়।’

স্কালোনির কথায় আত্মবিশ্বাসের সুর সব আর্জেন্টাইনদের খুব বেশি আশ্বস্ত করতে পারবে বলে মনে হয় না। বরঞ্চ অন্য একটি প্রশ্ন সকলের মনে চক্কর মারছে – আর্জেন্টিনা দলের পেনাল্টি নেওয়ার পাঁচজনকে তৈরি কি?

এই প্রশ্নের উত্তরে স্কালোনি সুর খানিকটা চড়িয়ে বলেছেন, ‘আগে তো ম্যাচটি ১২০ মিনিট যেতে দিন! তারপর না হয় টাইব্রেকারের প্রশ্ন। আমরা অতদূর পর্যন্ত ম্যাচ নিয়েই যেতে দেব না।’

মানে! এই উত্তর বলে দিচ্ছে, পেনাল্টি শুটআউট নিয়ে চিন্তায় আছে মেসিরা।

পরিসংখ্যান বলে দিচ্ছে, জার্মানির পরই এই নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনাকে। তাতে আছে দুটি করে জয় আর দুটিতে ড্র। ২০০৬ বিশ্বকাপেই ড্র হয়েছিল দুটি দলের , একটিও গোল হয়নি।

ডাচ শিবিরে রয়েছেন লুইস ফন গালের মতো অভিজ্ঞ কোচ। তিনি আবার ছক বদলে দলকে খেলানোর জন্য বাড়তি কদর পান। এই বিশ্বকাপেও ৩-৫-২ এর টোটাল ফুটবল খেলছে তাঁর দল। যুক্তরাষ্ট্র, কাতার, সেনেগাল, ইকুয়েডর, বেলজিয়াম আর পোল্যান্ড- কারও কাছেই হারেনি নেদারল্যান্ডস। গোল করে চলেছেন – কোডি গ্যাকপো।

তাই এই দল নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে স্কালোনিকে। সেই সঙ্গে স্কোয়াড সাজাতেও মাথা ঘামাতে হচ্ছে একটু বেশিই। কেননা ডি মারিয়া আর ডি পলের চোটের খবর চিন্তার কারণ। এই দুই ফুটবলারকে কি আজ শুরুর একাদশে নিয়ে ব্রাজিল নামবে?

এই প্রশ্ন সকলের। আর উত্তর দেওয়ার মালিক বারবারই বলছিলেন, ‘ আমাদের দল তো ক্লোজড ডোর অনুশীলন করেছে। সেখানে আপনারা কীভাবে জানলেন যে ওরা অনুশীলন করেনি! ওরা ফিট। প্রয়োজনে অবশ্যই খেলতে নামবে।’

ডি মারিয়া ফিরলে আজ তাঁর সামনে জুলিয়ান আলভারেজ আর পাশে মেসিকে রেখেই ছক সাজাতে পারে আর্জেন্টিনা। কিন্তু একটা কথা নিশ্চিত ভাবে বলা যায়। সেটা কোচ মনে করিয়ে দিয়েছেন, ডাচ আক্রমণের সামনে আর্জেন্টিনা ডিফেন্স জোরালো হয়ে থাকবে।

ছবি: সৌ টুইটার।