নিউজ ডেস্ক: এলন মাস্কের পর এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে সিলমোহর ফেললেন ফেসবুক-হোয়াটস্যাপ-ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গ। ইঙ্গিত ছিল আগেই। বিগত এক বছরে সোশ্যাল মিডিয়া সংস্থা যে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ মেটার অধীনে থাকা একাধিক সোশ্যাল মিডিয়া। সেই কারণেই ছাঁটাই করা হবে বলেছিলেন মেটা মালিক। এবার প্রথম ধাপে একসঙ্গে সংস্থার ১১ হাজার কর্মীকে ছাঁটলেন জুকারবার্গ। শুধু তাই নয় তিনি জানিয়েছেন, তিনি সংস্থার কাজ হারাতে চলা কর্মীদের জন্য `দুঃখিত’।
বুধবার সংস্থা মেটার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা ফেসবুকের মোট কর্মীদের ১৩% জানিয়েছে সংস্থা। ছাঁটাই করার পাশাপাশি নতুন কোনও কর্মী নিয়োগ বন্ধ রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। ১১ হাজার কর্মীকে বাদ দেওয়ার পর একটি বিবৃতিতে জুকারবার্গ জানিয়েছেন, `এই সিদ্ধান্ত, এবং যেভাবে এই পরিস্থিতিতে আমরা পড়লাম, তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি জানি এটা খুবই নির্মম। সকলের জন্য অনেকটাই কঠিন। যাঁরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেন, আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’
মূলত বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল মেটা সংস্থা। সংস্থার কর্মীদের ইতিমধ্য়েই এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কমপক্ষে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার খবর পাওয়া গিয়েছিল। বর্তমানে মেটার মোট কর্মী সংখ্যা ৮৭ হাজারেরও বেশি। সকাল থেকেই সংস্থার সমস্ত কর্মীদের কাছে ইমেইল আসতে শুরু করেছিল। এছাড়াও কর্মীদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই ছাঁটাই হওয়া কর্মীদের চার মাসের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা, তাও জানিয়েছে সংস্থা।
Leave a Reply