আরও দশ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা

আরও একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা। এবার এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। মাত্র চার মাস আগেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।

সূত্রের খবর, মেটা কর্মীদের মধ্যে আগেই কর্মী ছাঁটাইয়ের জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাই এবার সত্যি হল। মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ‘আমরা আমাদের টিম আর একটু ছোট করছি। কমপক্ষে ১০ হাজার কর্মী কমাতে চলেছি। শুধু তাই নয়, ৫ হাজার নতুন নিয়োগ বন্ধ করছি।’ তবে এই ছাঁটাই পর্ব শেষ হলে নতুন করে ফের নিয়োগ করার কথা ভাবনাচিন্তা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্ক।

নভেম্বরেই গণছাঁটাইয়ের অভিযানে নেমেছিল জুকেরবার্গের কোম্পানি। ওই সময় বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা। তার চার মাস কাটতে না কাটতেই আবার নতুন করে ছাঁটাই শুরু করল মেটা। প্রধানত, আর্থিক মন্দার কারণেই এই ছাঁটাই অভিযান চালাচ্ছে তারা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, বিজ্ঞাপন থেকে আয় কমেছে মেটার। করোনার সময় যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম করত, সেটা গত একবছরে অনেকটাই কমেছে। ফলে বিজ্ঞাপন আসা কমেছে, আয় হচ্ছে না প্রত্যাশামত। তাই ব্যয় কমানোর পথে হাঁটছে মেটা।