Meta Layoff: ফেসবুক-হোয়াটস্যাপ-ইনস্টাগ্রামে শুরু হল কর্মী ছাঁটাই, কেন এই সিদ্ধান্ত? জানালেন জুকারবার্গ

নিউজ ডেস্ক: এলন মাস্কের পর এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলেন ফেসবুক-হোয়াটস্যাপ-ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গ।সংস্থার সিইও নিজেই জানালেন, বুধবার থেকেই মেটা সংস্থায় কর্মী ছাঁটাই শুরু হচ্ছে। বিগত এক বছরে সোশ্যাল মিডিয়া সংস্থা যে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তার জেরেই খরচ কমাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ মেটার অধীনে থাকা একাধিক ছাঁটাই করা হবে।

সূত্রের খবর, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ইতিমধ্যেই তাঁর সংস্থার কর্মীদের জানিয়েছেন, ছাঁটাইয়ের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁর। ভুল সিদ্ধান্ত ও অত্যধিক প্রত্যাশা নিয়েই তিনি ফেসবুক সহ মেটার একাধিক সংস্থায় বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করেছিলেন। বিগত এক বছর ধরে মেটা যে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্যই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু করে দেওয়া হবে, এমনটাই সূত্রের খবর। সংস্থার কর্মীদের ইতিমধ্য়েই এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আপাতত মানবসম্পদ ও ব্যবসা বিভাগে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। যদিও মেটার তরফে কর্মীদের এই বিষয়ে সরকারিভাবে কোনও লে-অফ ইমেল পাঠানো হয়নি।

আরও পড়ুন: দিল্লিতে ভূমিকম্প, বুধবার ভোররাতে কেঁপে উঠল রাজধানী

তবে সুটের খবর, কমপক্ষে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে মেটা সংস্থায়। বর্তমানে মেটার মোট কর্মী সংখ্যা ৮৭ হাজারেরও বেশি। সকাল থেকেই সংস্থার সমস্ত কর্মীদের কাছে ইমেইল আসতে শুরু করেছে। এছাড়াও কর্মীদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই ছাঁটাই হওয়া কর্মীদের চার মাসের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

আরও পড়ুন: ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা,গতি হতে পারে ৬৫ কিমি!সতর্কতা জারি মৎস্যজীবীদের জন্য