ইউ এন লাইভ নিউজ: গুগল ম্যাপের অ্যাপ থেকে এবার বুক করা যাবে মেট্রোর টিকিট। এআই ফিচার নির্ভুল পথ দেখাবে খুব সহজেই। গুগল ম্যাপস নিয়ে এসেছে বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এর ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছে গুগল ম্যাপের ইউজাররা। এআই-এর মাধ্যমে খুব সহজেই জানতে পারা যাবে যে রাস্তা দিয়ে গাড়িটি যেতে চলেছে সেটি কতটা চওড়া। এছাড়াও, শীঘ্রই মেট্রোর টিকিট বুক করার সুবিধাও পাওয়া যাবে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে।
গুগল ম্যাপস অনেক ক্ষেত্রে অনেকের কাছেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গুগল ম্যাপে-র ভুল নির্দেশের কারণে অনেক সময় গাড়ি সরু রাস্তায় ঢুকে আটকে যায়, যেখান থেকে বের হওয়া খুব কঠিন। তবে শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ইউজাররা। এই কাজে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। গুগল ম্যাপ ভারতের জন্য চালু করেছে বিশেষ এআই ফিচার। যার মাধ্যমে আপনি এবার থেকে রাস্তা ও ফ্লাইওভার সম্পর্কে সঠিক তথ্য পাবেন। এছাড়াও, আপনি সরাসরি অ্যাপ থেকেই মেট্রো টিকিট বুক করার সুযোগ পাবেন।
ফ্লাইওভারের জন্যও থাকবে আপডেট। গুগল ভারতে ফ্লাইওভারের জন্য মানচিত্রের বৈশিষ্ট্যগুলিও আপডেট করবে, যাতে লোকেরা সঠিক তথ্য পায়। এখন পর্যন্ত গুগল একটি ফ্লাইওভার বা ব্রিজে ওঠার জন্য ‘Take a Ramp’ শব্দটি ব্যবহার করে, কিন্তু আপডেটের পর এটি ‘টেক দ্য ফ্লাইওভার’ হিসেবে লেখা হবে। এতে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না। অন্যদিকে, শুধুমাত্র গুগল ম্যাপস অ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট বুক করতে পারা যাবে। বিশেষ এই ফিচার কোটি কোটি মানুষকে স্বস্তি দেবে যারা প্রতিদিন মেট্রোতে যাতায়াত করেন। টিকিট বুক করার সুবিধা এখন কোচি এবং চেন্নাইতে শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা দেশে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে।
Leave a Reply