নিউজ ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, শহরের নানা প্রান্তে, সবচেয়ে কম সময় যে পরিবহন পৌঁছে দেয়, তারই নাম মেট্রো। প্রতিদিন ৭ লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেন। মঙ্গলবার গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে একটি ছুটির দিন হিসাবে ধার্য করা হবে। সেই কারণে, নর্থ-সাউথ লাইনে(দক্ষিনেশ্বর-দমদম-কবি সুভাষ) প্রতিদিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল।
আরও পড়ুন: খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার কেষ্ট ঘনিষ্ঠ টুলু মণ্ডল
মঙ্গলবার সব মিলিয়ে নর্থ-সাউথ লাইনে সারাদিনে ২৩৪ টি মেট্রো চলবে। আপ লাইনে চলবে ১১৭ টি, ডাউন লাইনেও চলবে ১১৭ টি মেট্রো। অন্যান্য দিনের তুলনায় প্রায় ৭০ টি মেট্রো কম চলবে মঙ্গলবার। পরিষেবা কম মিললেও, আপ এবং ডাউন লাইনে দিনের প্রথম মেট্রো এবং শেষ মেট্রো ছাড়ার ক্ষেত্রে সময়ের পরিবর্তন হচ্ছেনা। এদিন দমদম এবং দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। অপরদিকে, কবি সুভাষ থেকেও দমদম এবং দক্ষিনেশ্বর আসার প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে ওই একই সময়।
আরও পড়ুন: তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের মোট সম্পত্তির পরিমান জানেন? জানলে চোখ উঠবে কপালে
যাত্রীদের সুবিধা অনুযায়ী নানা সময়ে মেট্রোর সংখ্যা এবং মেট্রোর সময় বদলানো হয়। প্রতিবারই পুজোর সময় দেখা যায় অতিরিক্ত মেট্রোর ব্যবস্থাও। তেমনই ছুটির দিনে যাত্রী সংখ্যা কম হওয়ায়, মেট্রো রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার কম মেট্রো চালানোর। প্রতিদিন নর্থ-সাউথ লাইনে প্রায় ৩০০ টি মেট্রো চলে। ছুটির দিন যাত্রীসংখ্যা কমলে, প্রয়োজন বুঝে মেট্রো সংখ্যাও কমানো-বাড়ানো হয়। তবে, মঙ্গলবার নর্থ-সাউথ লাইনের মেট্রো সংখ্যায় কম চললেও, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও কোনও বদল ওই দিন হচ্ছেনা।
Leave a Reply