ধরনা মঞ্চে নয়, পুজোয় সময় কাটান পরিবারের সঙ্গে, আন্দোলনকারীদের অনুরোধ ব্রাত্যর

নিউজ ডেস্ক: পুজোর ঢাক বেজে গেছে। মন্ডপে মন্ডপে শুরু হয়ে গেছে পুজো উদ্বোধনও। এর মধ্যেই আন্দোলনকারী এসএসসি চাকরি প্রার্থীদের ধরনা তুলে নেওয়ার অনুরোধ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, সামনে পুজো। সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার সব ধরনের কাজ করতে প্রস্তুত।

সম্প্রতি সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই বৈঠকে হাজির ছিলেন, কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। তিনি জানান, মেধাতালিকায় থাকা সকলেরই চাকরি হবে। যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের র‍্যাঙ্ক অনুযায়ী নিয়োগ করা হবে।

এদিন ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী চান না কারোও চাকরি যাক। আবার অন্যদিকে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক তাও চান না মুখ্যমন্ত্রী। তাই সরকার নতুন পদ তৈরি করতে প্রস্তুত। আদালতের নির্দেশ পেলে সকলকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: TET: উত্তরপত্র নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ মানিককেও

তিনি আরও জানিয়েছেন, ১৪ হাজার ৯৭৭টি পদ তৈরি করা হচ্ছে। তারমধ্যে ৬ হাজার ৮৬১টি পদ তৈরি হয়েছে। বাকি ৯ হাজার ৭১৬টি পদ তৈরি করতে হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি পাশ করা চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়াও। এসএসসি-র বিভিন্ন পদে বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর কিছুটা হলেও আশার আলো দেখছেন তাঁরা। অন্যদিকে এদিন আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আদালত যেমনভাবে বলবে তেমনভাবে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে তাতেও করবে সরকার।