নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর ছবির নিচে আর সততার প্রতীক লেখা যাচ্ছে না। সোমবার কোচবিহারের দিনহাটার চৌধরীহাটে এক সংখ্যালঘু কনভেশন মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাণর এই মন্ত্ব্যের পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। পঞ্চায়েত ভোটের আগে যা বেশ বেকায়দায় ফেলেছে রাজ্যের শাসক দলকে।
সোমবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক লেখাটি এখন দলের কিছু নেতা কর্মীদের আচরণের জন্য লিখতে পারছি না। এটা আমাদের কাছে দুঃখজনক। এর জন্য দায়ী দলের কিছু নেতা। যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। এর জন্য দায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী নন। যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তাঁদেরই এই দায়ভার নিতে হবে।”
আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে শুভেন্দু
দলীয় দুর্নীতির কথা এদিন কার্যত স্বীকার করে নিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক নিজে লিখতে পারতেন। কিন্তু এখন আর লিখতে পারেন না। এর জন্য আমাদের মতো নেতারা দায়ী। আমরা কাউকে ঘর দেব বলে টাকা নিয়েছি, কাউকে চাকরি দেব বলে টাকা নিয়েছি। কাউকে এটা-ওটা পাইয়ে দেব বলে টাকা নিয়েছি।”