মৃত্যু মিছিলে প্রাণের স্পন্দন, ১২৮ ঘন্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২ মাসের শিশু

নিউজ ডেস্ক: কথায় বলে রাখে হরি, মারে কে! তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে প্রায় ১২৮ ঘন্টা। সময় যত গড়িয়েছে পাল্লা দিয়ে ততই বেড়েছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩০ হজার ছুঁই ছুঁই। উদ্ধারকারীরা মনে করছেন ধ্বংসাবশেষের নিচে এখনও আটকে থাকতে পারে মৃত দেহ। কিন্তু তার মধ্যেই ঘটেছে মিরাক্কেল। ধ্বংসাবশেষের নিচ থেকে ১২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে ২ মাসের এক শিশু। এবং সেই শিশুটি কোনও রকম খাবার ও জল ছাড়া সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতে ধ্বংসস্তূপ সরাতেই শিশুর কান্নার আওয়াজ পান উদ্ধারকারীরা। সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। একদিকে যখন ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে মৃত দেহ। কাতারে কাতারে মৃত্যু-মিছিলের মধ্যেও খুদে শিশুর কান্নার আওয়াজে চারদিকে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জীবিত অবস্থায় শিশুটে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতেই সেখানে হাততালি এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে।

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প এতটাই বড় আকারে হয়েছে যে সেখানে উদ্ধার কাজ এখনও চলছে। উদ্ধারকারীদের মতে, যতক্ষণ না সমস্ত পাকা বাড়ি, ঘর, বহুতলের ধ্বংসাবশেষে সম্পূর্ণ সরানো হচ্ছে ততক্ষণ উদ্ধরকাজ চলবে।