নিউজ ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই ঘুঁটি সাজাচ্ছে শাসক-বিরোধী, দুই শিবিরই। পঞ্চায়েত ভোটের আগে একাধিক দুর্নীতি ইস্যুতে কোনঠাসা জোড়াফুল শিবিরে পাল্টা লড়াই ফিরিয়ে দিতে মরিয়া পদ্ম-শিবির।ঘাসফুল শিবিরের একাধিক হেভিওয়েট জেলবন্দি। এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে টক্কর নিতে সাঁড়াশি চাপের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি। একদিকে শুভেন্দু-সুকান্তকে দিয়ে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পদ্ম শিবির। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে জনপ্রিয় অভিনেতা মিঠুনকে মাঠে নামিয়ে প্রান্তিক মানুষের মন জয় করতে চাইছে তারা।
যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্যের শাসক দলের হাতে রয়েছে মিমি, নুসরৎ, দেব, সোহম, সায়ন্তিকা, জুনের মতো সিলভার স্ক্রিনের সেলিব্রিটিরা। গ্রাম-গঞ্জে বা প্রান্তিক মানুষের কাছে যাঁদের জনপ্রিয়তা অনেক বেশি। বিজেপির হাতে লকেট, রুপা, হিরণ, অগ্নিমিত্রা পল-রা থাকলেও তুলনায় জুন, নুসরৎ, মিমিদের থেকে তাঁদের ক্রেজ অনেকটাই কম। তুলনামূলকভাবে লকেট, রুপা, হিরণ, অগ্নিমিত্রার থেকে অনেকটা এগিয়ে মিঠুন চক্রব্রর্তী। তাই মিঠুনের সেই জনপ্রিয়তাকেই এবার হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: রাজভবনে রাজনৈতিক সৌজন্যের বিরল নজির, মুখোমুখি মমতা-বিমান
একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজনীতির ময়দানে মিঠুনকে সক্রিয়ভাবে দেখা না গেলেও পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে মাঠে নামাতে চাইছে পদ্ম শিবির। আগেও মিঠুনকে প্রচারে নিয়ে এসে, তৃণমূলকে ‘এক ছোবলেই ছবি’ করে দেওয়ার স্বপ্ন দেখছিল কেন্দ্রীয় নেতারা। কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছিল সেবারে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে আবার মিঠুনকে কাজে লাগিয়ে পায়ের নিচে মাটি শক্ত করতে চাইছে বঙ্গ বিজেপি।বুড়ো ডিস্কো ডান্সারের স্টেপিংয়ে কতটা নাচবে জনতা জনার্দন, তার উত্তর মিলতে বেশি দেরি নেই।
Leave a Reply