কেষ্টর নির্দেশ, ফাটাকেষ্টর পাল্টা সভা করতে হবে

নিউজ ডেস্ক: কেষ্ট আছে কেষ্টতেই। আবারও তার প্রমাণ মিলল শুক্রবার। এদিন আদালতের এজলাসে বসেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, বীরভূমে যেখানে যেখানে মিঠুন সভা করবে সেখানে সেখানেই সভা করতে হবে তৃণমূলকে। এত বড় সভা করতে হবে যাতে পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে তৃণমূল ছাড়া আর কিছু যাতে না থাকে।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হতে বিজেপি মাঠে নামিয়েছে মিঠুনকে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ একাধিক জেলায় প্রচারে যাচ্ছেন মিঠুন। বীরভূমে বিজেপির সাংগঠনিক শক্তি ক্ষতিয়ে দেখতে সভা করার কথা রয়েছে ফাটা কেষ্টর। সেই ফাটা কেষ্টর সভার পরেই তৃণমূলকে সভা করার নির্দেশ দিয়েছেন কেষ্ট।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছে। এদিনও তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন খারিজ যায়। বিচারক ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১লা ডিসেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে।

শুক্রবার তাঁকে আদালতে হাজির করানোর সময় তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী অনুব্রতর সঙ্গে দেখা করেন। সেখানেই পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে অনুব্রত দলীয় কর্মীদের নির্দেশ দেন।

আরও পড়ুন: হাসপাতালে দালাল চক্রের হদিশ পেলই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সূত্রে খবর, জেলায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে খোঁজ নেন ‘কেষ্টদা’। তাঁদের কিছু পরামর্শও দিতে দেখা যায় তাঁকে। কর্মীদের মুখ থেকে আগামী ২৭ নভেম্বর মিঠুনের বীরভূম-সফরের কথা শুনে অনুব্রত স্পষ্ট জানিয়ে দেন, পাল্টা বিরাট সভা করতে হবে বীরভূমে।