‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বাম নেতার বাড়িতে গেলেন তৃণমূলের বিধায়ক, কথা বললেন পরিবারের লোকেদের সঙ্গে

নিউজ ডেস্ক: জেলায় জেলায় শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। জেলায় জেলায় ঘুরছেন দিদির দূতেরা। তাঁদেরকে ঘিরে বিক্ষোভের খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে সোজা চলে গেলেন বাম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে। তখন বাম নেতা বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল বিধায়ক। সুজন চক্রবর্তীকে চায়ের আড্ডায় যোগ দেওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদের এলাকার বাসিন্দাদের বাড়িতে যাচ্ছেন। জনসংযোগ সারছেন। শুনছেন এলাকাবাসীর অভাব, অভিযোগ। নিজেদের সাধ্যমত যথাসাধ্য চেষ্টাও করছেন সেই সব সমস্যার সমাধান করতে। এই কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার সিপ্এমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সোনারপুরের কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়িতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

এদিন সুজন চক্রবর্তী বাড়িতে ছিলেন না। তাঁর দাদা রতন চক্রবর্তী, ভাই রঞ্জন চক্রবর্তী এবং স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলী। শোনেন তাঁদের অভাব অভিযোগ। এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার কথা তারা বিধায়কের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।