তৃণমূলের নীতিতে কাজ করতে চান বিজেপি বিধায়ক! সুমনের নিশানায় জন

নিউজ ডেস্ক: মঙ্গলবার আলিপুরদুয়ারে ফিরে ফের বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। সম্প্রতি তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেছিলেন। তারপর এলাকায় ফিরে ফের বিজেপির বিরুদ্ধে তোগ দাগলেন সুমন কাঞ্জিলাল।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই নিজের দলের নেতাকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

বিজেপি বিধায়ক সুমন দলে থেকে কাজ করতে পারছেন না বলে জানিয়েছিলেন। তিনি এও জানান, তৃণমূলের হয়ে কাজ করতে চান। কিন্তু দলবদল প্রসঙ্গে কিছু বলেননি।

মঙ্গলবার মালদায় ফিরে বিজেপি বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি দুই বছর বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু মানুষের সুবিধার জন্য কোনও কাজ করতে পারেননি। এরপরেই নাম না করে তোপ দাগেন সাংসদ জন বার্লাকে।

তিনি বলেন, “মানুষ নিজেদের প্রাপ্য পাচ্ছে না। আর এখানে রাজনীতির জন্য কেন্দ্রের বরাদ্দ আটকে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আমি মানতে পারিনি।” এরপরেই তিনি জানান, তৃণমূলের নীতিতে মানুষের জন্য কাজ করতে চান। এদিকে রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেনন, বিজেপির উত্তরবঙ্গের আরও ৩ বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।