নিউজ ডেস্ক: আবারও খবরের শিরোনামে বিধানসভার ক্যান্টিন। খাবারের গুণগত মান নিয়ে, বা খাবারের দাম নিয়ে- মাঝেমাঝেই বিতর্ক দেখা যায় বিধানসভার ক্যান্টিন নিয়ে । বিধানসভার অধিবেশন এখন চলছে। তাই বিধায়কদের আনাগোনাও লেগেই আছে । অধিবেশনের ফাঁকেই তাঁরা ঢুকে পড়েন ক্যান্টিনে। তবে এবারে ক্যান্টিনে খাবার দামের তালিকা দেখে অবাক খোদ বিধায়করাও, এমনকি আলোচনার সঙ্গে হাসি মজাও শুরু হয়ে গিয়েছে তাঁদের মধ্যে।
সাধারণত সবাই জানি কোনও দোকানে সাধারণ সেঁকা পাউরুটির থেকে দাম বেশি হয় মাখন দেওয়া পাউরুটির। যাকে বলে ব্রেড বাটার টোস্ট। তবে আপনি যদি শোনেন, পাঁউরউটির দাম কুড়ি টাকা আর বাটার টোস্ট ১৯ টাকা , আপনি অবাক হবেন না। এই অবাক করা মূল্য তালিকা দেখতে পাবেন বিধানসভার ক্যান্টিনে। আর তা নিয়েই হাসির রোল বিধায়ক মহলে।
বিধানসভার খাদ্যতালিকায় ডিম্ টোস্টের দাম রাখা হয়েছে ২১.৫০ টাকা। এ নিয়েও সাইড টক চলছে। সবার মনে প্রশ্ন এখনও ৫০ পয়সা চলে? কেউ আবার বলছেন, একমাত্র বিধানসভাতেই হয়ত ৫০ পয়সা চলে।
যদিও বিধানসভা ক্যান্টিনের সঙ্গে বিধানসভা কর্তৃপক্ষের সরাসরি কোনও যোগ নেই। ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয় রীতিমত টেন্ডার ডেকে। তবে কিছু কিছু ক্ষেত্রে যাঁরা এই ক্যান্টিনের দায়িত্বে থাকেন, তাঁরা সরকারের তরফ থেকে কিছু ভর্তুকি পান। এর আগেও ক্যান্টিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেখানে নাকি ভাল খাবার পাওয়া যায় না। এবার সে সব ছাপিয়ে মূল্য তালিকাই নজর কেড়েছে বিধায়কদের।
আরও পড়ুন: পুজোর পরিবহন: সারা রাত চলবে বাস, মেট্রোও মিলবে ভোর পর্যন্ত
Leave a Reply