“যত কাদা ছেটানো হবে তত পদ্ম ফুটবে” রাজ্যসভায় বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: লোকসভার পর রাজ্য সভা। আদানি ইস্যুতে বৃহস্পতিবারও উত্তপ্ত। বৃহস্পতিবার কংগ্রেস সহ সমস্ত বিরোধীদল এক সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পরিস্থিতিতে বলতে উঠে প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন, ”সমস্যা সমাধানের চেষ্টাই নেই বিরোধীদের। তাদের হাতে কাদা আছে, তারা সেটাই ছুঁড়ছে। যত কাদা ছেটানো হবে তত পদ্ম ফুটবে।”

এরপরেই রীতিমতো শায়েরি শুনিয়ে তিনি বলেন, ”কিচাড় উসকে পাস থা, মেরে পাস গুলাল। জো ভি জিসকে পাস থা, উসনে দিয়া উছাল।” এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে অভিমানের সুরে প্রধানমন্ত্রী বলেন, ”সংসদে কয়েকজনের ব্যবহার নিরাশ করে।”

এদিন যখন মোদি রাজ্যসভায় ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়ালে নেমে বিরোধীরা স্লোগান তোলে, ‘মোদি আদানি ভাই ভাই, ভাই ভাই’।

এই ঘটনায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, কর্যবিবরণীতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া আর কিছু নথিভুক্ত করা হবে না। বিরোধাীদের শ্লোগানের মুখে একবার ভাষণ থামিয়ে বসে পড়েন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কিছু সাংসদের আচরণ দুর্ভাগ্যজনক। আমাকে যতই বাধা দেওয়া হোক পদ্ম ফুটবেই।