Modi and Rahul

Narendra Modi: মহিলা সংরক্ষণ আইনের পরে ওবিসি অস্ত্রের সামনে মোদি

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বিজেপির রাম মন্দির বনাম বিরোধীদের মণ্ডল অর্থাৎ কাস্ট সেন্সাস ও ওবিসি সংরক্ষণ বৃদ্ধির ইস্যু আগামী লোকসভা ভোটের প্রচারে বড় ভূমিকা নিতে চলেছে, ইতিমধ্যে স্পষ্ট। আগামী ২৩-২৪ জানুয়ারি অযোধ্যার নতুন রামমন্দির উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্বকে অস্ত্র করে দেশব্যাপী প্রচারে নামবেন। অন্যদিকে, জাতি সমীক্ষার দাবিকে সামনে রেখে প্রচারের কৌশল নিচ্ছে বেশিরভাগ বিরোধী দল। একের পর এক রাজ্য ও দল যেভাবে বিহার সরকারের জাতি সমীক্ষার ফল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে, তাতে চাপে পড়েছে মোদী সরকার ও পদ্ম শিবির।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বিহার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতি সমীক্ষার জন্য।
বিহারের পর আর এক অবিজেপি শাসিত রাজ্য ওড়িশা একই পথে হাঁটতে চলেছে। চলতি সপ্তাহে কাস্ট সেন্সাসের সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে কংগ্রেস বিধানসভা ভোটের ইস্তাহারে জাতি সমীক্ষা ও ওবিসি সংরক্ষণ বৃদ্ধির প্রতিশ্রুতি দিতে চলেছে। এই ব্যাপারে জাতীয় স্তরে কর্মসূচি নিতে কংগ্রেস আগামী সপ্তাহে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকতে চলেছে। দক্ষিণে তামিলনাড়ুর ডিএমকে এবং তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি রাজ্যে কাস্ট সেন্সাসের কথা জানিয়েছে।

এই পরিস্থিতিতে বিরোধীদের দাবি নস্যাৎ করেও ভিন্ন ভাবে ওবিসি কার্ড খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মোদী সরকার। ভারত সরকারের একাধিক মন্ত্রক সূত্রে খবর, ওবিসি সংরক্ষণের চলতি হার অপরিবর্তিত রেখেই ওই সুবিধার আওতায় আরও বেশি লোককে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কেন্দ্র। আসলে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ সংবিধান প্রদত্ত। এই দুই ক্যাটাগরিতে সংরক্ষণের সুবিধা পারিবারিক সূত্রে প্রাপ্য। অর্থাৎ ধনী তফসিলি জাতি, উপজাতি পরিবারও সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে। কিন্তু ওবিসি সংরক্ষণ তা নয়। ওবিসি তালিকাভুক্ত হলেই এই সংরক্ষণ প্রাপ্য নয়। বছরে আট লাখ টাকার কম আয় এমন পরিবারের সদস্যরা ওবিসি কোটায় চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারে।