Mahammed Yunus

Bangladesh News: বৃহস্পতিবার শপথ গ্রহণ মহম্মদ ইউনুসের, দেশে ফিরছেন নোবেলজয়ী

ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতিবারেই দেশে ফিরছেন মহম্মদ ইউনুস। তাঁকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর দুটোয় শপথ নেওয়ার কথা ইউনুসের। কিন্তু দেশের ভয়াবহ পরিস্থিতি উত্তরোত্তর বেড়েই চলেছে। হিংসা থামার নাম নেই। বুধবার অর্থাৎ ৭ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার অনুরোধ জানিয়েছিলেন এবং তাতে তিনি রাজি হন। তারপরেই সেনা প্রধানের সঙ্গে বৈঠকে সর্বসম্মতভাবে ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ৮ আগস্টেই তিনি দেশে ফিরে আসছেন এবং এদিনই দুপুর ২টো নাগাদ তিনি শপথ নেবেন। ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারে ১৫ জন থাকবে। কারা এই ১৫ জন হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে ইউনূস দেশে ফেরার পরেই এই নাম চূড়ান্ত করা হবে। এদিকে আবার শোনা যাচ্ছে দুপুর দুটোয় শপথ না হয়ে রাত ৯টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। কিন্তু বাংলাদেশে হিংসা কিছুতেই থামছে না। গোটা দেশে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আইন-প্রশাসন বলতে কিছু নেই দেশে। নির্বিচারে চলছে হত্যালীলা। মানুষ বিপদে পড়লে কোনও পুলিশি বা সেনা সাহায্য পাচ্ছেন না সাধারণ মানুষ। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে।

একের পর এক জায়গায় হিংসার খবর প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি এবং জামাত শক্তি বাড়াতে শুরু করেছে বাংলাদেশে। বুধবার বিএমনপির কেন্দ্রীয় সমাবেশে খালেদা জিয়া সরকারের প্রত্যাবর্তনের দাবি জেগে উঠেছে। জামাতও শক্তি বাড়িয়ে আস্ফালন শুরু করে দিয়েছে। রাতভর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি, লুঠ, হত্যা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। অশান্তির পরিবেশ থামার নামই নেই বাংলাদেশে।