ATK MB vs EB: ডার্বি জ্বরে ফুটছে শহর, আইএসএলে প্রথমবার কলকাতায় চিরপ্রতিদ্বন্দ্বী ইলিশ-চিংড়ির লড়াই

নিউজ ডেস্ক: ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইলিশ-চিংড়ির লড়াই। ২৯ অক্টোবর, শনিবার আইএসএলে প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ। বিগত দুই বছরে করোনা আবহে আইএসএল গোয়ার ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। কলকাতার ডার্বি হয়েছিল গোয়ার ফাঁকা মাঠে। ডুরান্ড কাপের কলকাতা ডার্বির পর এবার আবার যুবভারতীর দর্শকদের সামনে মুখোমুখি দুই কলকাতা জায়ান্ট।

টানা ছয়টি ডার্বিতে জয়। তার মধ্যে চারটি আইএসএলের মঞ্চে। দুরন্ত ফর্মে এটিকে মোহনবাগান। এদিকে বিনিয়োগকারী সমস্যা-দলগঠনের সমস্যা-দুর্বল দল, আইএসএলে কালো ইতিহাস ইস্টবেঙ্গলের। সেই কালো অতীত মুছে দিয়ে নতুন করে মাঠে নেমেছে লাল-হলুদ ব্রিগেড। এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলে এসেছে মাত্র একটিতে জয়। সবুজ-মেরুন শিবিরের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও এবারের ডার্বি নিয়ে তারা অনেকটাই আত্মবিশ্বাসী।

কারণ এটিকে মোহনবাগান শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের ডেরায় জিতে এসেছে। তেমনই ইস্টবেঙ্গলও নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতেছে। তবে, লাল হলুদ ও সবুজ মেরুন, উভয় দলই নিজেদের গত ম্যাচে জয় পেলেও পরিসংখ্যান বলছে আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিই জিতেছে এটিকে মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গলের কপালে জুটেছে হতাশা।

ডার্বি নিয়ে কী বলছেন দুই শিবিরের কোচ:

সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বলেন,“প্রতিপক্ষ নিয়ে না ভেবে, আমি আমার দল নিয়েই বেশি ভাবি। কারণ, প্রতিপক্ষ কেমন, তা তো আর আমার হাতে নয়। প্রতিপক্ষ ভালো দল। ওদের ভালো খেলোয়াড় আছে। কিন্তু আমি নিজের দলের উন্নতি নিয়ে বেশি ভাবি। সামনে অনেক ম্যাচ আছে। এটাই এখন আমাদের লক্ষ্য। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে আমাদের। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করছি না।”

অন্যদিকে, অনেকটাই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। ডার্বি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা আগের তুলনায় অনেকটাই উন্নতি করেছি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আগের ম্যাচের থেকে অনেক ভাল হয়েছে আমাদের খেলা। এখন এটা লিগের ম্যাচ। দুটো দলই তিন পয়েন্ট চায়। গত আট-ন’বার সাক্ষাতে মনে হয় ডার্বি জিতিনি। সেটা কাল রাতে শুধরে নিতে চাই। আশা করছি ম্যাচ টানটান হবে। কিন্তু এটিকে মোহনবাগানকে একেবারেই ভয় পাচ্ছি না। আমরা লড়াই করব।”

বড় ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ:

এটিকে মোহন বাগান: বিশাল, প্রীতম, ব্রেন্ডন, শুভাশিস, দীপক, জনি কাউকো, হুগো বোমাস, আশিস, লিস্টন, মনবীর, দিমিত্রি।

ইস্ট বেঙ্গল: কমলজিৎ, সার্থক, লালচুননুঙ্গা, ইভান, জেরি, সুহের, জর্ডন/লিমা, কাইরিয়াকাউ, নাওরেম, ক্লেটন, হাওকিপ।

কখন শুরু এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টায় ম্যাচটি শুরু হবে।

কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এই ম্যাচটি?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি দেখতে পারবেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *