ইউ এন লাইভ নিউজ: বৃষ্টির কারণে উত্তরবঙ্গে দেখা দিয়েছে দুর্যোগ, ঠিক তার উল্টো চিত্র প্রদর্শন করছে দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহের শুরুর দিকেও আবহাওয়াদফতর সূত্রে জানান হয়েছিল দক্ষিণের জেলা গুলির ওপর তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হাওয়া অফিস আরও জানায় পশ্চিম অঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কলকাতা ও তার সংলঘ্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। মঙ্গলবার রাজ্যের মধ্যে কলাইকুন্ডার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার আগমণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়েছে কিছু কিছু জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হতে চলেছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবারে আপাতত কোন জেলাতেই তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবারেও এই একই তাপমাত্রা ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
Leave a Reply