সংসদের ভিতরেই মেজাজ হারিয়ে ধনকড়ের দিকে আঙুল তুললেন জয়া, জানেন কেন?

নিউজ ডেস্ক: ধরে রাখতে পারলেন না মেজাজ। রাগের মাথায় সংসদের ভিতরেই চেয়ারম্যান জগদীপ ধনকড়ের দিকে আঙুল তুলে কথা বললেন সাংসদ জয়া বচ্চন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

সম্প্রতি বাজেট অধিবেশনে আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে উত্তাল হয় সংসদ। তখন  উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান খনকড়ের দিকে তাকিয়ে আঙুল তুলে  তেড়ে যান তিনি। তা সত্ত্বেও মেজাজ হারাননি ধনকড়। বরং সকলকে নিজেদের জায়গায় বসার অনুরোধ জানান। তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন রাজ্যসভার সমাজবাদী পার্টির সাংসদক। জয়া বচ্চন তুলোধোনা করতে ছাড়েনি গেরুয়া শিবির।

বিজেপি নেতা অজয় শেরায়ত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “রাজ্যসভায় জয়া বচ্চনের আচরণকে ধিক্কার জানাই।” বিজেপি মুখপাত্র অনুজা কাপুর বলেন, “পার্টির ভাবমূর্তি যেমনই হোক, আপনি অন্তত নিজের পদের মর্যাদাটা রাখতে পারতেন।”

কিন্তু কেন সংসদের ভিতরে এভাবে উত্তেজিত হয়ে পড়লেন জয়া? জানা গিয়েছে, বাজেট অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশ অমান্য করার জন্য কংগ্রেস সাংসদ রজনী পাতিলকে সাসপেন্ড করে। সে সময় তাঁর পাশে দাঁড়ান জয়া। এবং দাবি করেন, নিজের সমর্থনে রজনী পাতিলকে বলতে দেওয়া হয়নি। সেই প্রেক্ষিতেই মেজাজ হারান জয়া।