Dhoni joining BJP?: জাদেজার স্ত্রীয়ের পর এবার বিজেপিতে ধোনি? অমিত শাহের সঙ্গে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া

নিউজ ডেস্ক: এবার তীব্র রাজনৈতিক জল্পনা উস্কালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। জাদেজার স্ত্রীয়ের পর কী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? শনিবার সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ধোনি এবং দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি। আর তাতেই পড়ে গিয়েছে শোরগোল। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের প্রেডিকশন, ধোনি এবার রাজনীতির ময়দানে নামবেন গেরুয়া জার্সি গায়ে।

সম্প্রতি ইন্ডিয়া সিমেন্টের ৭৫তম বার্ষিকীতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট মানুষেরা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। ইন্ডিয়া সিমেন্ট কোম্পানির কর্ণধার। পাশাপাশি, তিনি আবার জনপ্রিয় আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসেরও মালিক। তবে, এই অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান চেন্নাইয়ের বিজেপি রাজ্য সভাপতি এল মুরুগান এবং অন্যান্য বিজেপির শীর্ষ নেতারা।

আরও পড়ুন: ১৫,২৩৩ কোটি টাকার উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

পরিসংখ্যানগত দিক থেকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জেতার রেকর্ড তাঁর ঝুলিতে। এবার তাঁর সঙ্গে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খোশ মেজাজে আলাপের ছবি যা ইতিমধ্যেই ভাইরাল, তা ক্রমেই বাড়াচ্ছে জল্পনা। তবে কি এবার ভক্তদের আশায় সাড়া দিয়ে সত্যিই রাজনীতিতে মাহি?

আরও পড়ুন: `র‍্যাগিংয়ের কথা জেনেও কেন গাফিলতি’! ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আদালত