কালীঘাটে কানন-মুকুল, ফোঁটা দিলেন মমতা

নিউজ ডেস্ক: ভাই ফোঁটায় নয়া চমক কালীঘাটে। দিদির হাতে ফোঁটা নিলেন কানন। তাঁর সঙ্গে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে এসেছিলেন মুকুল রায়ও। সেই নিয়ে দিনভর সরগরম হয়ে রইল রাজনৈতিক মহল।

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুল রায়। তারপরেই তিনি ঘাসফুল শিবিরে যোগদান করেন। ২০১৬ সালে শেষবার মমতার কালীঘাটের বাড়িতে এসে ফোঁটা নিয়েছিলেন মুকুল। তারপর আবার বাইশে। অন্যদিকে ২০১৯-এ নিমন্ত্রিতদের যে লম্বা তালিকা ছিল সেই তালিকা এবছর বেশ সংক্ষিপ্ত হয়েছে। ২০১৯ সালে শেষ বার মমতার হাতে ফোঁটা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকেও। সেই শুভেন্দু এখন বিজেপির বিধায়ক তথা বিরোধী দল নেতা। অন্যদিকে মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তাঁকে দেখা গেল কালীঘাটের বাড়িতে। আবার বিধানসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেও, বিজেপিতে টিকতে পারেননি। এবার সেই শোভনকেও দেখা গেল মমতার কালীঘাটের বাড়িতে।

আরও পড়ুন: ছাত্রদের কাছে টাকা চাইলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ডেরেক ও ব্রায়েন। এ ছাড়া মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক সাংবাদিকও আমন্ত্রিত ছিলেন। এদিন ফোঁটা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।