৯ দিনের জীবনযুদ্ধের অবসান, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুলায়ম সিং যাদব

নিউজ ডেস্ক: জীবনযুদ্ধের লড়াইয়ে পরাজিত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। নয় দিন মেদান্তের আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসার পর, সোমবার সকাল ৮:১৬ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম সিং যাদব। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।

মূত্রনালীর সংক্রমণ, রক্তচাপের সমস্যা এবং শ্বাসকষ্টের কারণে ২ অক্টোবর মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় মুলায়ম সিং যাদবকে। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল। ধীরে ধীরে বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গও কাজ করা বন্ধ করে দেয় তাঁর। এরপরই সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।

মুলায়ম সিং যাদবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা আর নেই – অখিলেশ যাদব।’ মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় কর্মীরা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

এছাড়াও মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেসের সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অনেক রাজনৈতিক নেতা-নেত্রীরা। এমনকি মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর পেয়ে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং রাজনৈতিক নেতা-কর্মীরা ভিড় জমাতে শুরু করেন মেদান্ত হাসপাতালে। বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মুলায়ম সিং যাদবের দেহ মেদান্ত হাসপাতাল থেকে তাঁর পৈতৃক বাড়ি সাইফাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বৃষ্টি! থাকছে ভ্যাপসা গরম