নিউজ ডেস্ক: পঞ্চভূতে বিলীন হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। মঙ্গলবার তাঁর পৈতৃক গ্রাম সাইফাইয়ে দাহ করা হয়েছে মুলায়ম সিং যাদবের দেহ। রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁকে শেষ বিদায় জানানো হয়েছে। তাঁর শেষ যাত্রায় ‘ভূমিপুত্র আমার রহে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাইফাই।
সোমবার সকালে মেদান্ত হাসপাতালে মৃত্যু হয়েছে মুলায়ম সিং যাদবের। মঙ্গলবার তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে সাইফাইয়ের মেলার মাঠে ভিড় জমায় হেভিওয়েট নেতা-নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর দুপুর তিনটে নাগাদ মুলায়ম সিং যাদবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মুখাগ্নি করেন তাঁর ছেলে অখিলেশ যাদব।
মঙ্গলবার মুলায়ন সিং যাদবের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সাংসদ বরুণ গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপির রীতা জোশি, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, এনসিপি প্রধান শরদ পাওয়ার, অনিল আম্বানি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথসহ অনেকেই।
এছাড়াও অভিনেতা অভিষেক বচ্চন এবং তাঁর মা এবং সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও উপস্থিত ছিলেন সাইফাইতে। অন্যদিকে, মল্লিকার্জুন খাড়গে, বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদব, বাবা রামদেব এবং পিএসপি প্রধান শিবপাল যাদব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও উপস্থিত ছিলেন। তাঁর শেষ যাত্রায় জনজোয়ারের সাক্ষী হয়েছে সাইফাইয়ের মেলা প্রাঙ্গণ।
আরও পড়ুন: তরুণ প্রজন্মের হাত ধরে সুদিন ফেরার আশায় বাম শিবির
Leave a Reply