মুম্বইয়ের ২৬/১১-এর ধাঁচে জঙ্গি হামলা, একাধিক মৃত সোমালিয়ায়

নিউজ ডেস্ক : মুম্বইয়ের তাজ হোটেলের জঙ্গি হামলার পুনরাবৃত্তি সোমালিয়ায়। শুক্রবার গভীর রাতে বোমা ও গুলির শব্দে কেঁপে উঠেছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর শহর।

একটি হোটেলের ভেতরে জঙ্গিদের হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের এবং গুরুতর আহত হয়েছে বহু মানুষ। তবে হামলার যোগ্য জবাব দিয়েছে পুলিশও। ১৪ ঘন্টার মধ্যেই হোটেলের ভেতরে থাকা জঙ্গিদের খতম করেছে পুলিশ।

মোগাদিশুর পুলিশ সূত্রে খবর, হায়াত হোটেলের ভেতরে জঙ্গি হামলা হয়েছে শুক্রবার রাতে। প্রথমে দুটি গাড়িতে বোমা হামলা চালায় জঙ্গিরা। এরপরই হোটেলে ঢুকে মুম্বইয়ের ২৬/১১ হামলার কায়দায় এলোপাথাড়ি গুলি চালায় অস্ত্রধারী হামলাকারীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের ও আহত হয় বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

মোগাদিশুর হায়াত হোটেলসহ সমগ্র এলাকাটি ঘিরে, জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গুলি চালায় পুলিশ টিম। প্রায় ১৪ ঘন্টার গুলির লড়াইয়ের পর হোটেলে লুকিয়ে থাকা সমস্ত জঙ্গির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন পুলিশকর্মীরা। এরপরই হোটেল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সন্ত্রাসী সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

বিশ্ববিখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি উপদল আল-শাবাব। নাইজেরিয়ার বোকো হারাম বা পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালিবান সকলেই এই সংগঠনের অংশ। সোমালিয়ায় এই সংগঠনটির পুরো নাম হরকাত আল-শাবাব আল-মুজাহিদিন এবং এটি কেনিয়ার সঙ্গে দেশের দক্ষিণ সীমান্তে আধিপত্য বিস্তার করেছে।প্রায় ১৫ বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে আল-শাবাব।