ইউ এন লাইভ নিউজ ডেস্ক: নবদ্বীপ পৌরসভার উদ্যোগে বায়ু দূষণ রুখতে আনুমানিক ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবদ্বীপ মহা শ্মশানে বসানো হল অত্যাধুনিক মানের চিমনি। চৈতন্য ধাম মন্দির নগরী নবদ্বীপ হিন্দু ধর্মের অন্যতম এক তীর্থ নগরী হিসেবেই পরিচিত। তীর্থ নগরী নবদ্বীপ ধামে প্রতিদিন হাজার হাজার কন্যার তীরে আসেন মন্দির দর্শনে।
এবার শহরকে বায়ু দূষণ মুক্ত রাখতে উদ্যোগী হল প্রশাসন। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে আনুমানিক ৩০ লক্ষ টাকা ব্যয় নবদ্বীপ মহাশ্মশানে লাগানো হল অত্যাধুনিক মানের চিমনি। নবদ্বীপ মহাশ্মশানকে গোটা নদিয়া জেলা বাসী মনে করেন এক পবিত্র স্থান। শুধুমাত্র নবদ্বীপ এবং তার পার্শ্ববর্তী স্থানেই নয় অন্যান্য জেলা থেকেও বহু মানুষ নবদ্বীপ মহাশ্মশানে আসেন সত্কার করার জন্যে।কৃষ্ণনগর এবং কল্যাণী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহর এবং উভয় শহরই বহু দশক ধরে দূষিত হয়ে আছে। বিশেষ করে বায়ু দূষণের শিকার। দ্রুত নগরায়ন এবং অকার্যকর সরকারী নিয়ন্ত্রণ এই সমস্যাকে বাড়িয়ে তুলছে অন্যদিকে নবদ্বীপ মহাশ্মশানের দরুনও অনেক বায়ুদূষণ হচ্ছে বলেও জানিয়েছে পৌরসভা। অতএব, বায়ু দূষণের সমস্যা মোকাবেলা করার জন্য এবং উভয় শহরে এর পরিস্থিতি মূল্যায়ন করার জন্য বর্তমান গবেষণাটি বিভিন্ন বায়ু দূষণকারী যেমন সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার (এসপিএম), রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার (আরপিএম) এর বর্তমান বায়ু দূষণ পরিস্থিতি চিত্রিত করার লক্ষ্যে কেন্দ্রীভূত হয়েছে।
বায়ু দূষণ সূচক (API) পদ্ধতি প্রয়োগ করে কৃষ্ণনগর এবং কল্যাণীর পরিবেষ্টিত বায়ুর গুণমানের একটি বিশ্লেষণ করা হয়েছিল। এই সমীক্ষাটি উভয় শহরে বায়ু দূষণের স্তরের তুলনামূলক প্রবণতাও দেখায়। পুরনো বৈদ্যুতিক চুল্লিতে এর আগে চিমনির কোনও ব্যবস্থা ছিল না। স্বাভাবিকভাবেই লাগাতার মৃতদেহ সত্কারের ফলে যথেষ্ট পরিমাণে বায়ু দূষণ হতো শ্মশান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। বায়ু দূষণের কথা মাথায় রেখেই নবদ্বীপ পৌরসভার উদ্যোগে আনুমানিক ৩০ লক্ষ টাকা ব্যয় ব্যবস্থা করা হয় এই চিমনির। স্বাভাবিকভাবেই এই চিমনি লাগানোর ফলে অনেকটাই বায়ু দূষণের থেকে রেহাই পাবেন শ্মশান ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা।
Leave a Reply