নিউজ ডেস্ক: বাড়ি বসেই অফিস করুন। পুজো কাটতে না কাটতেই জারি হল সরকারি নির্দেশিকা। ফলে প্রশাসনিক কর্তাদের ছুটি কার্যত শেষ। তবে প্রশাসনিক সমস্ত কাজ অনলাইনেই করতে পারবেন রাজ্য সরকারি আমলারা।
বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার থেকে বাড়িতে বসেই অনলাইনে অফিস করতে হবে। পুজো উপলক্ষ্যে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু একাদশীতেই নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৮ অক্টোবর থেকেই সচল করতে হবে নবান্নকে। তবে বাড়িতে বসে অনলাইনেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে পারবেন আমলারা।
আরও পড়ুন: বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানালেন মমতা বন্দোপাধ্যায়
এক সরকারি অধিকারিকের কথায়, পুজোর ছুটির জন্যই যে অনলাইনে প্রশাসনের সমস্ত কাজ বন্ধ ছিল এমন নয়। রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত সার্ভারে প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে এই ছুটিতে। রাজ্য সরকারের সার্ভারে প্রযুক্তিগত সমস্যা মিটে যাওয়ায় শনিবার থেকে অনলাইনে সক্রিয় হচ্ছে নবান্ন। সার্ভারের প্রযুক্তিগত সমস্যা মিটে য়াওয়ায় রাজ্য সরকারি দফতরের আধিকারিকরা তাঁদের নির্দিষ্ট আইডি দিয়ে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপে লগইন করে সমস্ত কাজ করতে পারবেন।
Leave a Reply