নিউজ ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে কেন্দ্রীয় তদন্তকারীদের ম্যারাথন জেরা-ধরপাকড়ের মধ্যেই এবার নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে। তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। কী কারণে তাঁকে পদচ্যুত করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এতোদিন নদিয়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার আচমকাই তৃণমূল বিধায়ককে সরিয়ে প্রাইমারি কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসককে। এরপরই তৃণমূল বিধায়ক জানিয়েছেন, কী কারণে সরানো হল, জানি না।
গত সেপ্টেম্বর মাসে, বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তৃণমূলেরই এক কর্মীকে পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছেন তিনি। পুলিশের কাছে জমা পড়ে অভিযোগও। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। তবে প্রাইমারি কাউন্সিল থেকে পদচ্যুত হওয়ার নেপথ্যে এই কারণই দায়ী বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন : মোদির গড়ে আম আদমি পার্টির ঝড়, ঘোষণা হল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম
Leave a Reply