নিউজ ডেস্ক : বোমা বিস্ফোরণ, রাউন্ড রাউন্ড গুলি বর্ষনের একের পর এক ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কাঁকিনাড়া, নরেন্দ্রপুরের পর এবার ঘটনার মূলে নৈহাটি। শনিবার ভরসন্ধ্যায় গুলি ও বোমা বিস্ফোরণে উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে আহত হয়েছেন তিন জন। বর্তমানে কল্যাণীর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ঘটনার তদন্তে নেমেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যেয় দু’টি বাইকে করে নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকায় আসে কয়েকজন দুষ্কৃতী। একজনকে লক্ষ্য করে প্রথমে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে তাঁর পেটে। এরপর বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। বোমার আঘাতে আরও দু’জন জখম হন। বর্তমানে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।চিকিৎসক সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম মহম্মদ জাকির।গুলি-বোমা চলার নেপথ্যে কি কারণ, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা। যদিও এর সঙ্গে রাজনীতির কোনো যোগসাজশ আছে নাকি তা তদন্তসাপেক্ষ। এরই মধ্যে আহত ব্যক্তিকে দেখতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, এই গোলমালের পিছনে রয়েছে বিরোধীরা। পাল্টা বিজেপির পক্ষ থেকেও বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুরের শ্যুটআউট ও বোমাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে তিনি জানিয়েছেন, ‘নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি, বোমা। এর আগেও বারাকপুর কমিশনারেটের অন্তর্গত কাঁকিনাড়াতে নাবালকের মৃত্যু। ব্যারাকপুর কমিশনারেট কি হেমন্তকালেই শীতঘুমে ব্যস্ত? পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন মাননীয়া পুলিশ মন্ত্রী শুনে নিন।’
আরও পড়ুন : কেন্দ্রীয় গোয়েন্দা দফতর: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
Leave a Reply