তাড়াতাড়ি শুরু হতে চলেছে নন্দীগ্রাম রেল প্রকল্পের কাজ! পরিদর্শন সারলেন জেনারেল ম্যানেজার!

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কেন্দ্রের ইউপিএ জোট থেকে যখন তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসে, তারপরেই বন্ড হয়ে গিয়েছিল নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ। যে প্রকল্প ছিল মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের দেশপ্রাণ রেল প্রকল্প। অবশেষে আবার শোনা গেল সেই প্রকল্প চালু হওয়ার কথা।

বুধবার এলাকা পরিদর্শনে এসেছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র। তিনিই জানান এই পাওকল্প শুরু হতে চলেছে। সূত্রের খবর, নন্দীগ্রামের এই রেল প্রকল্প নতুন করে শুরু করার কথা জানিয়ে নির্দেশিকা জারি করেছিল রেলওয়ে বোর্ড।

এই প্রসঙ্গে সাংসদ দিব্যেন্দু অধিকারীও জানিয়েছিলেন কয়েক মাস আগেই, রেল প্রকল্প পুনরায় শুরু করতে চেয়ে ওনার পাঠানো আবেদনে সারা মিলেছে রেল মন্ত্রকের তরফ থেকে। তখনই জানিয়েছিলেন যথা শীঘ্রই কাজ শুরু হবে। তবে, চূড়ান্ত চিত্র দেখা গেল বুধবারই।

এদিন অনিলকুমার মিশ্র বলেন, “১৮.৫ কিলোমিটারের অনুমোদন মিলেছে। সময় লাগবে। তবে আমরা খুব দ্রুত কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব এই লাইনে ট্রেনচালু করার চেষ্টা করছি আমরা।”