ইউ এন লাইভ নিউজ: ২০২৪ লোকসভা নির্বাচনে আশানুরূপ হয় নি বিজেপির। ২০১৯ লোকসভা নির্বাচনে শুধুমাত্র বিজেপি যেখানে ৩০৩টি আসন পেয়েছিল সেখানে এবারে বিজেপি পেয়েছে মাত্র ২৪০টি আসন এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। কিন্তু তাও সূত্র মারফত খবর, সরকার গড়তে চলেছে বিজেপি এবং নরেন্দ্র মোদিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন। জনতা দলের নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর সমর্থনে আজ বিকেল চারটের সময়ে দিল্লিতে এনডিএ-র মিটিং।
আজকেই রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু-কে নিজের পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকার গড়া অবধি নরেন্দ্র মোদিকেই তাঁর দায়িত্ব পালনের জন্য প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি। এবার ক্যাবিনেটের বাকি সদস্যরাও ইস্তফা দেবেন। শোনা যাচ্ছে, আগামী ৮ জুন অর্থাৎ শনিবার কর্তব্যপথে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন।
Leave a Reply