নিউজ ডেস্ক: এক দেশ, এক ইউনিফর্ম। দেশের আইন শৃঙ্খলা আরও মজবুত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিতে আগ্রহী কেন্দ্র। শুক্রবার চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইন-শৃঙ্খলা রক্ষা করা প্রতিটি রাজ্যের দায়িত্ব, সেক্ষেত্রে শুধু রাজ্যের কোথায় ভাবলে হবে না। দেশের ঐক্য ও সংহতির কথাও মাথায় রাখতে হবে, বার্তা প্রধানমন্ত্রীর। শুক্রবার চিন্তন শিবিরে দেশের সব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মোদি। আর সেখানেই, এক দেশ, এক ইউনিফর্মের পক্ষে বক্তব্য রাখেন তিনি। দেশের সব রাজ্যে পুলিশের একই পোশাক হওয়া উচিত, এমনটাই মনে করেন তিনি।
শুক্রবার চিন্তন শিবিরে মোদি বলেন,“ প্রতিটি রাজ্যের অন্য রাজ্যের থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের স্বার্থে অন্য রাজ্য থেকে শিক্ষা নেওয়া, দেশের উন্নতির জন্য খুবই প্রয়োজনীয়। কোনও অপরাধই শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, অপরাধ ছড়িয়ে পড়ে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক। তাই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে বোঝাপড়া থাকাটা আবশ্যিক।”
চিন্তন শিবিরের মূল আলোচ্য বিষয় :
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন মোট ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৬ টি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের এই চিন্তন শিবিরের মূল উদ্দেশ্য ছিল দেশের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা। এছাড়াও পুলিশ বাহিনীকে আরও আধুনিক করা, বিচারের ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির ব্যবহার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, সীমান্ত-এলাকার সুরক্ষা বৃদ্ধি, উপকূলীয় নিরাপত্তা বৃদ্ধি, মাদক পাচার আটকানো, নারী সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও চলে আলোচনা।