নিউজ ডেস্ক: সংসদে রাহুল গান্ধির ভাষণের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ প্রধানমন্ত্রী বলেন, একজন বিরোধী নেতা কাল এতো কথা বলেছেন, রাতে ভালো ঘুম হয়েছে নিশ্চয়ই। তাই আজ আর আসতে পারেননি।
আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে রীতিমতো ঝড় তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সংসদে একের পর এক প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্ধ করেন রাহুল গান্ধি। বিরোধী দলনেতা জানতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির কী সম্পর্ক? কতবার আদানির সঙ্গে গোপনে দেখা করেছেন মোদি? প্রধানমন্ত্রীর সঙ্গে কতবার বিদেশ সফরে গিয়েছেন তিনি? পরে গিয়ে কতবার প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যোগ দিয়েছেন আদানি? প্রধানমন্ত্রীর সফরের পরই কেন আদানি সব দেশে গিয়ে ব্যবসার বরাত পান?
রাহুলের এই ব্যক্তিগত আক্রমণকে ভালোভাবে নেয়নি প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাহুলের এই অভিযোগের জবাব দিতে গিয়ে রাহুলকে কার্যত তুলোধনা করেছেন মোদি। এদিন রাহুল গান্ধিকে নিশানা করে নরেন্দ্র মোদি বলেন, ভালো কিছু হলে ওরা হতাশ হয়ে যায়। এরপরেই রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মোদি বলেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নিজের দলের অবস্থান অনুযায়ী কথা বলছেন বিরোধীরা। তাতে স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলগুলির কার কী রুচি।
প্রধানমন্ত্রীর বক্তব্য, “ওরা ভাবে মোদিকে গালি দিলেই আমাদের উন্নতি হবে। কিন্তু এত কোনও লাভ হবে না। ২২ বছরেও ওরা শিখল না মোদিকে গালি দিয়ে লাভ নেই। দেশের মানুষ মোদিকে ভরসা করে। আর এই ভরসা ২২ বছর ধরে কাজ করার ফল। মোদির দাবি, ওরা একটা পরিবারের কথা ভাবে। আমি ২৫ কোটি পরিবারের কথা ভাবি।
Leave a Reply