ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৪ জুন। লোকসভা নির্বাচনের ফলে প্রথম স্থান সেই এনডিএ-র। চব্বিশের লোকসভা ভোটের ফলপ্রকাশের পর ফের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে মোদিকেই নির্বাচন করলেন এনডিএ-র শরিকরা। সূত্রের খবর অনুযায়ী জোটে থাকার আশ্বাস দিলেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। ‘ইসবার ৪০০ পার’ – কথাটা যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ হল না লোকসভা নির্বাচনের ফলাফলে। চব্বিশ লোকসভা ভোটে যখন দুশো পেরিয়ে গেল বিরোধীদের ইন্ডিয়া জোট, তখনই একক সংখ্য়াগরিষ্ঠতা পেল না বিজেপি। সেক্ষেত্রে সরকার যদি গঠন করতে হয় তবে এনডিএ-র শরিকদের সমর্থন প্রয়োজন।
মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর বুধবার নিয়ম মেনেই রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদি। তার আগে তাঁর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা গত পাঁচ বছর ধরে দেশ সামলেছে, সেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে শেষ বারের বৈঠকটি করে নেন তিনি। জানা গিয়েছে, মোদি তাঁর মন্ত্রীদের উজ্জীবিত করেছেন বিদায়ী বক্তৃতায়। মোদি বলেছেন, ‘‘জয় বা পরাজয় সবই রাজনীতির অঙ্গ। সংখ্যার খেলা চলতে থাকবে। তবে আমরা ভাল কাজ করেছি গত দশ বছর ধরে। আগামী দিনেও সেই কাজ চালিয়ে যাব।’’
অন্যদিকে এনডিএ শরিক দল তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তাঁর মতে, ‘অন্য সব নেতা মোদির থেকে ভালো। আমরা রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময়ই বিজেপির সঙ্গে যোগ দিয়েছি। সেটা অন্য বিষয়। কিন্তু আজ বিষয়টা গণতান্ত্রিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছি। সিবিআই, ইডি, আয়কর দফতর সবাইকে দিয়ে হামলা চলছে। সমস্ত প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে গিয়েছে’। সঙ্গে তিনি আরও মন্তব্য় করেন, ‘মোদি ছাড়াও অন্য কাউকেও প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া যেতেই পারে’!
লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া ছেড়ে এনডিএ-কে যোগ দেন বিহারের নীতীশ কুমার। কিন্তু তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লিতে এসেছেন তিনি। এমন পরিস্থিতিতে, দিল্লিতে বৈঠকে বসেছিল এনডিএ-র শরিক দলগুলি। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বুধবার সেই বৈঠক সফল হয়েছে।
Leave a Reply