কাশীর জন্য চৈত্র নবরাত্রিতে ১৮০০ কোটি টাকার বিশেষ স্কিম ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: চৈত্র নবরাত্রীতে কাশীর জন্য উপহারের ডালা সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২৪ মার্চ চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে তাঁর সংসদীয় এলাকায় বারাণসীতে থাকবেন প্রধানমন্ত্রী মোদি৷ ওই দিনই ১৮০০ কোটি টাকার বিশেষ স্কিমের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী৷ কাশীর জন্য ঘোষিত এই স্কিমের আওতায় থাকবে স্মার্ট স্কুল, রোপওয়ে থেকে অনেক কিছু৷ প্রশাসনিক সূত্রে খবর, প্রধানমন্ত্রী সেদিন প্রায় পাঁচ ঘণ্টা কাশীতে থাকবেন৷

বারাণসীর কমিশনার কৌশল রাজ শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আসার প্রস্তুতি চলছে। বারাণসী সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রথমে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত স্বাস্থ্য দফতরের যক্ষ্মা কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যাবেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তিনি কাশীর মানুষের কাছে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

বারাণসীতে দেশের প্রথম পাবলিক রোপওয়ে ট্রান্সপোর্ট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। এই রোপওয়েটি ৬৪৪.৪৯ কোটি টাকা ব্যয়ে ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে গোদাউলিয়া পর্যন্ত চলবে। গঙ্গা ঘাটে ৯৯ লক্ষ টাকা ব্যয়ে চেঞ্জিং রুম-সহ একটি ভাসমান জেটি নির্মাণ করা হবে। ভগবানপুরে ৩০৮.০৯ কোটি টাকা ব্যয়ে ৫৫ এমএলডি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে। সিগরা স্পোর্টস স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ফেজ-২ ও ৩-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ কাজে ব্যয় হবে প্রায় ২০৬.৯২ কোটি টাকা। গ্রামীণ এলাকায় ১৮৬.৭২ কোটি টাকা ব্যয়ে ৫৯ টি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হবে।