Qatar WCup 2022: নেশনস লিগে পর্তুগালের বিদায়, প্রস্তুতিতে ধাক্কা সি আর সেভেনদের

স্পোর্টস ডেস্ক: নেশনস লিগেই প্রস্তুতি নিচ্ছে এবারের বিশ্ব সেরা হওয়ার স্বপ্নে বিভোর সব দলগুলো। তাতে ছেদ পড়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের। নেশনস লিগে তাদের ১-০ গোলে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শেষ মুহূর্তের এক গোলে কপাল পুড়েছে পর্তুগালের।

এই ম্যাচটি ড্র করলেই কাজটি সহজ হয়ে যেত পর্তুগিজদের। এমন ম্যাচে গোলের সুযোগও একের পর এক পেয়েছে তারা । কিন্তু দলটির দুই তারকা লিভারপুলের ডিয়েগো জোতা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল মিস করায় ম্যাচ চলে যায় স্পেনের দিকে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগে লিগ ‘এ’– দ্বিতীয় গ্রুপের শীর্ষেই ছিল পর্তুগাল। জিতেছে টুর্নামেন্টের উদ্বোধনী খেতাবও। দলটা কিন্তু ভালো খেলেছিল ম্যাচের বেশিরভাগ সময়। প্রথমার্ধে জোটার দুর্দান্ত একটি শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন।

দ্বিতীয়ার্ধে রোনালদোর জোরালো শট আটকে নিশ্চিত গোল রুখে দেন সেই সিমোনে। পর্তুগিজদের বার বার গোলের সুযোগ নষ্টের প্রদর্শনীর মাঝে ৮৮ মিনিটে একটি সুযোগ কাজে লাগায় স্পেন। ম্যাচের একমাত্র আর জয়সূচক গোলটি করেন আলভারো মোরাতা। তাঁকে বল বাড়িয়ে ছিলেন পরিবর্ত ফুটবলার হয়ে মাঠে নামা নিকো উইলিয়ামস।

উইলিয়ামসের নেওয়া হেড থেকে বল পায়ের কাছে পড়তেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে জালে বল পাঠিয়ে দেন মোরাতা।

এখন ২০২১ সালে রানার্স আপ হওয়া স্পেনের সামনে খেতাব জেতার সুযোগ । ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে পয়েন্টের শীর্ষে থেকেই স্পেন সেমি ফাইনালে পৌঁছে গেছে। সমান সংখ্যক ম্যাচে পর্তুগালের সংগ্রহ – ১০।

স্পেনের সঙ্গে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেওয়া দলগুলি হল – ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *