Nausad vs. Debangshu

Debangshu Bhattacharya: “পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকি বলে” কটাক্ষ দেবাংশুর, প্রার্থী নন নওশাদ

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন বলে ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল কংগ্রেস সাংসদকে হারানোর চ্যালেঞ্জ তুলে নিয়েছিলেন নিজের কাঁধেই। শেষমেষ চিত্র বদল আইএসএফ-এর। এই কেন্দ্রে আইএসএফ অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরপরেই নওশাদ সিদ্দিকিকে নিশানা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল যে এই কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে থেকে নওশাদ সিদ্দিকী নির্বাচনী লড়বেন। নিজের মুখেই সেই কথা ঘোষণা করেন নওশাদ সিদ্দিকী। কিন্তু লোকসভার আগে আইএসএফ থেকে মজনু নস্করকে প্রার্থী করা হয়। সর্বশেষে নওশাদ রণে ভঙ্গ দিলেন সেই নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি তার টুইটারে লেখেন ” ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকি বলে।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাসে আইএসএফ নেতৃত্বরা ফুরফুরা শরিফের বিষয়ই নিয়ে একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই নওশাদ ডায়মন্ডহারবারের লোকসভা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু দলের কমিটি সেই বক্তব্যের ওপর আপত্তি প্রকাশ করে। পাশাপাশি, সিপিএম কংগ্রেসের সঙ্গেও এই আসন নিয়ে তাঁদের একপ্রস্থ আলোচনা চলছিল। তালিকা ঘোষণার পর দেখা যায় ডায়মন্ড হারবারের আইএসএফ এর প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে, মজনু নস্করকে, প্রার্থী হিসাবে নেই নওশাদ সিদ্দিকী। এর পড়ই নওশাদকে সরাসরি আক্রমণ করে দেবাংশু, বলেন “‘এই জন্যই আমরা বলি পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না।’ ISF-এর রাখডাক সার হল বলে কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস।”