বেশি বাড়াবাড়ি করলে চিনকে উপযুক্ত যেবে ভারত, বললেন নৌসেনা প্রধান

নিউজ ডেস্ক: চিন বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেবে ভারত। এমনই বার্তা দিলেন ভারতীয় নৌসেনা প্রধান। সম্প্রতি এক ভাষণে নৌবাহিনীর প্রধান আর হরি কুমার বলেন, ২০০৮ সাল থেকে ভারত মহাসাগরে চিনের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সমুদ্রসীমায় আমাদের জাতীয় স্বার্থ রক্ষা, সংরক্ষণ করতে বদ্ধপরিকর।

রাইসিনা ডায়ালগ অনুষ্ঠানের এক ভাষণে নৌবাহিনী প্রধান আর হরি কুমার বলেন, সাম্প্রতিককালে দেশগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে তার মাধ্যমে পারস্পরিক বিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে। ভারত এমন একটি দেশ যেটি এই অঞ্চলের সমস্ত দেশের সমৃদ্ধি দেখতে চায়। ভারত মহাসাগরে চীন ২০০৮ সাল থেকে উপস্থিত রয়েছে। তখন থেকেই তাদের একটি অ্যান্টি-পাইরেসি ফোর্স ছিল। আমরা চিনের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখছি।

ভারতীয় নৌসেনা প্রধান আরও জানিয়েছেন, আঞ্চলিক সমস্যাগুলির ক্ষেত্রে আঞ্চলিক সমাধান হওয়া দরকার। যখন আমরা ছোট গন্ডির মধ্যে কাজ করি তখন একাধিক উদ্দেশ্য নিয়ে করা হয়। যেমন অংশীদারি দেশগুলির মধ্যে বিশ্বাস তৈরি হয়। পারস্পরিক বিশ্বাস অর্জনের পথ আরও বেশি মসৃন হয়। এর জেরে জলসীমায় সুরক্ষা আরও বৃদ্ধি পায়। তিনি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে পরিবর্তনশীল প্রযুক্তি এবং জলসীমায় সহযোগিতা ও একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে কথা বলেন।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *