NDTV co-founder Resigns: এনডিটিভি থেকে ইস্তফা প্রতিষ্ঠাতা প্রণয় এবং স্ত্রী রাধিকা রায়ের

নিউজ ডেস্ক: এবার নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভি অধিগ্রহণ করলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এনডিটিভির পরিচালনা সংস্থার শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং তাঁর স্ত্রী সাংবাদিক রাধিকা রায়। মঙ্গলবার সংবাদমাধ্যমে এনডিটিভির তরফেই একটি বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানানো হয়েছে।

এনডিটিভি পরিচালনা করে আরআরপিআরএইচ নামের একটি সংস্থা। গতকাল সোমবার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠাতারা তাঁদের শেয়ার ছেড়ে দিচ্ছেন। এনডিটিভির ওই পরিচালন গোষ্ঠী সোমবারই নিজেদের ৯৯.৫ শতাংশ শেয়ার আদানি গ্রুপ অধিকৃত একটি সংস্থার নামে করে দিয়েছিল। শেয়ার বিক্রি করার একদিনের মধ্যে মঙ্গলবার আরআরপিআরএইচ প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে প্রণয় রায় ও রাধিকা রায় তাঁদের ইস্তফাপত্র পেশ করেন।

গত অগস্টেই আদানি গ্রুপ জানিয়েছিল, এনডিটিভির সিংহভাগ শেয়ার তাদের হাতে আসতে চলেছে খুব শীঘ্রই। জাতীয় স্তরের সংবাদমাধ্যমের ২৯ শতাংশ শেয়ার তারা পাবে বলেও ঘোষণা করেছিল আদানিরা। প্ৰথমদিকে প্রণয় ও রাধিকা জানায়, এসব মিথ্যে রটনা। কিন্তু পরবর্তীকালে আরআরপিআরএইচ সংস্থা এনডিটিভির ৯৯.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (ভিসিপিএল)কে। এই ভিসিপিএল অগস্ট মাস থেকেই আদানি গ্রুপের মালিকানাধীন। এর পরেই মূলত প্রণয় রায় ও রাধিকা রায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।

২০০৯ সালে আরআরপিএইচকে ৪১৩ কোটি টাকা ঋণ দিয়েছিল বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড। শর্ত ছিল যে কোনও সময় এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে পারবে ভিসিপিএল। আদানি গোষ্ঠী ভিসিপিএল অধিগ্রহণের পর এনডিটিভির সেই ২৯.১৮ শতাংশ শেয়ার পায়। সোমবার এনডিটিভির পরিচালন সংস্থা আরআরপিআরএইচও আদানি অধিকৃত সংস্থার অধীন হওয়ায়। এনডিটিভি এবং তার পরিচালন সংস্থা উভয়ই চলে আসে আদানি গোষ্ঠীর অধীনে।

মঙ্গলবার আরআরপিআরএইচ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মুম্বই স্টক এক্সচেঞ্জকে বিবৃতি দিয়ে জানানো হয়, বোর্ড অফ ডিরেক্টর্সে এসেছেন সঞ্জয় পুগালিয়া, সুদীপ্ত ভট্টাচার্য, এবং সেনথিল সিন্নিহা চেঙ্গালভারায়ান। সঞ্জয় পুগালিয়া হলেন আদানিদের মিডিয়া শাখার মাথা।