নিউজ ডেস্ক : রাখঢাক ছাড়াই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার হুমকি কংগ্রেস নেতার। বিতর্কিত মন্তব্যে উত্তাল মধ্যপ্রদেশের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এরপরই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, তাঁর বিরুদ্ধে পুলিশকে মামলা করার নির্দেশ দিয়েছেন।
পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচিতে মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পতেরিয়া জানিয়েছেন, মোদি নির্বাচন শেষ করবেন এবং মোদি ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। দলিত, উপজাতি ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হলে, মোদিকে হত্যা করতে প্রস্তুত থাকো।
বিতর্কিত মন্তব্যের পরই তা শুধরে নিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘হত্যা বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বলেছি। মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ অনুসরণ করি এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীকে নির্বাচনে হারানো প্রয়োজন বলে মনে করি।’ তবে কংগ্রেস মন্ত্রী নিজের পক্ষ থেকে যুক্তি দিলেও তা মানতে নারাজ বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী এই ঘটনাকে ‘অমার্জনীয় অপরাধ’ বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ‘এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় যে, বর্তমানে কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস এক নয়। এটি ইতালির কংগ্রেস। যা মুসোলিনি মানসিকতায় আক্রান্ত।’
আরও পড়ুন : মোদি-শাহের উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ
Leave a Reply