Supreme Court

NEET Hearing in Supreme Court: পুনরায় পরীক্ষার নির্দেশ কী দেবে সুপ্রিম কোর্ট ?

ইউ এন লাইভ নিউজ: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট-এ যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা এবার অবশেষে মানল সুপ্রিম কোর্টও। তবে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে যে একাধিক মামলা করা হয়েছিল, তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই মামলার প্রেক্ষিতে সোমবার পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শেষ অস্ত্র হলো ফের একবার পরীক্ষার নির্দেশ দেওয়া তবে তার আগে নিট-এ যে অনিয়ম এবং গরমিলের অভিযোগ উঠেছে, তা নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করার আর্জি জানান কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করা সলিসিটর জেনারেল। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।

সুপ্রিম কোর্ট সোমবার পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে তিনটি বিষয় প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে। প্রথম, কী ভাবে প্রশ্ন ফাঁস হয়েছে? দুই, কোথায় প্রশ্নফাঁস হয়েছে? তিন, প্রশ্নফাঁস এবং পরীক্ষা হওয়ার মধ্যবর্তী সময় কত?

শীর্ষ আদালত সোমবারই ইঙ্গিত দিয়েছে যে, অসৎ উপায়ে যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য ফের পরীক্ষায় বন্দোবস্ত করা হতে পারে। ইতিমধ্যেই নিট দুর্নীতির তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। বুধবারের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। সোমবার নিট মামলার শুনানিতে প্রধান বিচারপতি কোথায় প্রশ্নপত্র তৈরী করা হয়েছিল তা জানতে চাইলে এনটিএ জানায়, দিল্লিতে প্রশ্নপত্র তৈরি হয়েছিল। গত ৫ মে পরীক্ষার দিন নিটের প্রশ্নপত্র সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে খোলা হয়েছিল বলে জানানো হয়। টেলিগ্রাম অ্যাপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এমনটাই শীর্ষ আদালতে জানায় আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, যদি টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নফাঁস হয়ে থাকে, তবে বড় আকারের প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে।