Narendra Modi

BJP Cell For SSC Candidate: এসএসসি-এর যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য নতুন সেল, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন পোর্টাল

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘যে সমস্ত যোগ্যরা চাকরি হারিয়েছেন তাঁদের আইনি সাহায্য দেওয়ার জন্য দলীয় তরফে বঙ্গ বিজেপি লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা হবে।’ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে। এবার তাঁদের মধ্যে যাঁরা ‘যোগ্য’, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদীর বার্তা পাওয়ার পর এবার বড় পদক্ষেপ বিজেপির। জানা গিয়েছে, ইতিমধ্যেই যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের মধ্যে ‘যোগ্য’-দের আইনি সাহায্য করার জন্য একটি লিগ্যাল সেল তৈরি করা হয়েছে। এই সেলে রয়েছেন ছয় জন। লোকনাথ চট্টোপাধ্যায়, কৌস্তভ দাস, রাহুল সরকার, সহস্রাংশু ভট্টাচার্য, সুকান্ত চক্রবর্তী, তিলক মিত্র।

জানা গেছে, আগামী বুধবার অর্থাৎ ৮ মে থেকে পোর্টালটিতে আবেদন করা সম্ভব হবে। যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন এবং কলকাতা হাইকোর্টের রায়ে যাঁদের চাকরি গিয়েছে তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালটিতে। এরই প্রেক্ষিতে তাঁদের মামলার আর্থিক খরচের দিকটি বিজেপি বহন করার বিষয়টি খতিয়ে দেখবে এবং তাঁদের আইনি পরামর্শও দেওয়া হবে।